আপনার পিসি দিয়ে আপনি android, meego(লিনাক্স এর মোবাইল অপারেটিং সিস্টেম) এর মত ব্রিউজ করুন opera mobile emulator দিয়ে।

আপনার পিসি দিয়ে আপনি android, meego(লিনাক্স এর মোবাইল অপারেটিং সিস্টেম) এর মত ব্রিউজ করুন opera mobile emulator দিয়ে।
এটা দিয়ে আপনি পারবেন টাচ এবং আনটাচ ভাবে ব্যবহার করতে।
তার মানে আপনার মাউস কাজ করবে টাচ পেন এর।
তাই দেরি না করে ডাউনলোড  করুন এখান থেকে

তারপর ইন্সটল করুন আপনার পিসিতে।
এরপর ওপেন করুন opera mobile emulator।
প্রোফাইল থেকে আপনার পছন্দের ডিভাইস সিলেক্ট করে দিন।
এ ছাড়া ডান দিক থেকে রেজুলেশন, জুম, টাচ বা আনটাচ, ওএস ইত্যাদি চেঞ্জ করতে পারবেন।
launch বাটন প্রেস করুন।
android, meego বানাতে অপশন এ যান।
তারপর সেটিংস্‌ এ যান
advance এ যান
user agent এ যেয়ে সিলেক্ট করুন।
কোনো সমস্যা হলে কমেন্ট করুন।
ভাল লাগলে অবশ্যই কমেন্ট করুন।
Share this article :

+ comments + 1 comments

৩ জুন, ২০১৩ এ ১১:০৩ PM

ভাল লাগল । আপনারা আমার ব্লগে ঘুরে আসতে পারেন প্রযুক্তির মেলা ।
projuktirmela.blogspot.com

একটি মন্তব্য পোস্ট করুন

 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. প্রযুক্তির আলো - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger